দিনাজপুরের খানসামা উপজেলার চিরিরবন্দরে দুর্বৃত্তরা আব্দুল গফুর (৬৫) নামে এক কৃষকের ২৪ শতক জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে দুর্বৃত্তরা ঘাস মারার ওষুধ ছড়িয়ে এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী আব্দুল গফুর জানান, তিনি একজন ভ্যান চালক। ঋণ নিয়ে ২৪ শতক জমিতে বোরো ধান চাষ করেছিলেন। এই ধান থেকেই তার পরিবারকে ছয় মাসের চালের জোগান মিলত। কিন্তু দুর্বৃত্তদের হামলায় সব ধান শেষ হয়ে গেছে। সকালে ক্ষেত পরিদর্শন করলে তিনি লালচে পুড়ে যাওয়া ধান দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, ‘বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষককে রবি মৌসুম প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তারা মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ দাখিলের পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, রাতের আধারে ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করা হয়, যার ফলে ধান গাছ লালচে হয়ে পুড়ে যায়। এ ঘটনায় কৃষক সামাজিক ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
আব্দুল গফুর আশা প্রকাশ করেন, দ্রুত তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে এবং কৃষি বিভাগের সহায়তা তার পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
কেকে/ এমএ