বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,
৩০ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: মিরপুরে নিহতের ঘটনায় তারেক রহমানের শোক      মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি      আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে      মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক      মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা      মঙ্গলবারের উল্লেখযোগ্য সংবাদ      এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিল ইসি      
রাজনীতি
নেত্রকোণা-৩ আসনে আলোচনায় রোটারিয়ান নাজমুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আটপাড়া-কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৩ সংসদীয় আসন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা। পিছিয়ে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশিরাও। আসনটিতে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তারা গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে রয়েছেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি  ও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান এম নাজমুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলাওয়ার হোসেন দুলাল ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৃণমূলের পছন্দ ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতায়  নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে রোটারিয়ান এম নাজমুল হাসান বেশ আলোচনায় রয়েছেন।

এদিকে জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালির বিরুদ্ধে ৫ আগস্টের পর তার নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ রয়েছে। কেন্দুয়া ও আটপাড়ায় বিএনপির উপজেলা কমিটি গঠনের নানা অনিয়মের কথা শোনা যাচ্ছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আত্মীয় ও আওয়ামী লীগের লোকজন দিয়ে পকেট কমিটি গঠন করার অভিযোগে ঝাড়ু মিছিল পর্যন্ত হয়েছে।

সেই তুলনায় বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন রোটারিয়ান এম নাজমুল হাসান। বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলা মামলার শিকার হয়েছেন। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেছেন বিএনপির এই নেতা।  জুলাই অভুত্থানের আন্দোলনে ছাত্রদের খাবার, পানি ও ঔষধ সরবরাহ করেন। বিগত সময়ে আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে হয়েছেন একাধিক মামলার আসামি। কেন্দুয়া-আটপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে ৭টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাকে একাধিবার কারাবরণ করতে হয়েছে।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও রয়েছে তার সমান অংশগ্রহণ। নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন স্কুল-কলেজ। তিনি গোপালপুর মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। অসহায়, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গড়ে তুলেছেন বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। তিনি নাজমুল-আইরিন ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরীব অসহায় মানুষের চিকিৎসা সহায়তা করা হয়। এছাড়াও দারিদ্রদূরীকরণে আর্থিক সহায়তা ও দুযোর্গকালীন সময়ে ত্রাণ সহায়তা করা হয়। কেন্দুয়া-আটপাড়ার মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাড়িঁয়েছেন রোটারিয়ান নাজমুল হাসান।

এছাড়া করোনাকালীন সময়ে এই দুই উপজেলার অসহায় মানুষের পাশে দাড়িঁয়ে সাধ্যমত আর্থিক সহযোগিত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দুয়া আটপাড়ায় বন্যা দুর্গত ৪ হাজার পরিবারের মাঝে আর্থিক  সহায়তা প্রদান করেন। গরিব অসহায় মানুষদের মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করেছেন।

কেন্দুয়া উপজেলার গোপালপুর গামের বাসিন্দা রোটারিয়ান নাজমুল হাসান রাজনীতির পাশাপাশি ব্যবসায়িকভাবে সফল। তিনি ডাইনামিক গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক ও  ঢাকা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে গণিতে এমএসসি সম্পন্ন করেন তিনি। এরপর এমবিএ  সম্পন্ন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে।

জিয়া পরিবারের প্রতি আস্থাশীল এই রাজনীতিবিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তার নির্বাচনী এলাকায় জনমত গঠনে ব্যাপক কাজ করছেন রোটারিয়ান নাজমুল হাসান। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ আমাকে রাজনীতি করতে অনুপ্রাণিত করেছে। পারিবারিকভাবে আমরা জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী। ১৯৯২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতিতে পর্দাপন করি। পরে তেজঁগাও কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এভাবেই কয়েক দশক ধরে বিএনপির রাজনীতি করে আসছি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন চ্যালেঞ্জ হবে বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। আমি আশাকরি বিগত দিনে আমার ত্যাগ দল মূল্যায়ন করবে। বিএনপির মনোনয়ন পেয়ে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি। তাহলে ৩১ দফার ভিত্তিতে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করব।

কেন্দুয়া-আটপাড়ার সাধারণ মানুষ মনে করেন, উচ্চ শিক্ষিত, সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ রোটারিয়ান নাজমুল হাসানকে বিএনপি মনোনয়ন দিলে দীর্ঘদিন পর নেত্রকোণা-৩ আসনটি পুনরুদ্ধার করা সহজ হবে। কারণ সাধারণ মানুষ ও দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নাজমুল হাসানের গ্রহণযোগ্য রয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  নেত্রকোণা-৩  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী
নেত্রকোণা-৩ আসনে আলোচনায় রোটারিয়ান নাজমুল
স্বর্ণের ঊর্ধ্বগতি থামছেই না, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার টাকায়
চিরিরবন্দরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের ধান ক্ষেত
বুধবার ১২টার মধ্যে প্রজ্ঞাপন না হলে শাহবাগ ব্লকেড

সর্বাধিক পঠিত

ইলিশ রক্ষার অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য
লালপুরে সরকারি রাস্তার মাটি কাটায় জরিমানা
নিজ উদ্যোগে সড়ক সংস্কার কররেন ছাত্রদল নেতা
মদনের কাইটাইল ইউনিয়নে বিএনপির পরিচিতি ও নির্বাচনী প্রস্তুতি সভা
ইউজিসির সদস্য মনোনীত হওয়ায় সুবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close