অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা-১০ আসনের সমস্যা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং ঢাকা-১০ আসনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আহমেদ অসীম আরও বলেন, ‘যারা দল নিরপেক্ষ, যারা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা যেন বজায় রাখতে পারে; ভোটের আগে, ভোটের দিন ও ভোটের পরে; সে জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন।’
এর আগে ঢাকা-১০ সংসদীয় আসনের জনগুরুত্বপূর্ণ সাত সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসিতে স্মারকলিপি দিয়েছেন বিএনপির এই নেতা। ডিএসসিসির পক্ষে স্মারকলিপি নেন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
স্মারকলিপিতে জানানো সাতটি বিষয়ের মধ্যে রয়েছে- অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া; ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এডিস মশা নিধন ও লার্ভা ধংসের উদ্যোগ গ্রহণ; যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ ও পরিবেশ দূষণ রোধে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন; ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন বন্ধ করা; পয়োনিষ্কাশনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ; সড়কগুলোতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ধানমন্ডি লেকের পানি দূষণ রোধ ও লেকের সৌন্দর্য বর্ধনে ভূমিকা পালন করা।
কেকে/ এমএ