বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,
৩০ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: মিরপুরে নিহতের ঘটনায় তারেক রহমানের শোক      মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি      আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে      মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক      মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা      মঙ্গলবারের উল্লেখযোগ্য সংবাদ      এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিল ইসি      
জাতীয়
মঙ্গলবারের উল্লেখযোগ্য সংবাদ
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৯:১১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদগুলো দৈনিক খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১. মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

২. দুষ্টু লোক ফেরত আনলে ইতালি লোক নেবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইতালির ভাষ্য, কিছু লোকের সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে একটা ভেজাল সৃষ্টি করছে। এটা থেকে আমরা বাঁচতে পারছি না। আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, আমাদেরও কষ্ট হয়। তারা ঠেকায় পড়ে এসবের মধ্যে পড়ে গেছে, এমন না যে তারা দুষ্ট লোক। তারা ভালো লোক, কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টুমি করে টিকে থাকতে হয়েছে। দুষ্টুমি করে যাতে টিকতে না হয় সে জন্য একটা পন্থা বের করতে হবে আমাদের। সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছিল। এখন তারা বলছেন- একজন যদি নিয়ে যাও তাহলে এতজনকে আমরা আনব।’

মঙ্গলবার ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

৩. ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, ৪ জনই ঢাকার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এর মধ্যে চারজনেরই মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩৮ জন মারা প্রাণ হারাল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪. ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯ জেলায় বৃষ্টির আভাস

সারা দেশের ২৯টি জেলায় আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার সকালে দেওয়া এক তথ্যে জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অঞ্চলের ওপর নির্ভর করে বৃষ্টির তীব্রতায় ভিন্নতা থাকবে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। মূলত এই দুই জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, যা মাঝেমধ্যে বিরতিপূর্ণভাবে অব্যাহত থাকতে পারে।

৫. ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৫৪৯৪ কোটি টাকা

চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে প্রায় ১২৭ কোটি (১ দশমিক ২৭ বিলিয়ন ডলার) মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৭ লাখ ডলার বা ১ হাজার ১৯২ কোটি টাকার প্রবাসী আয়।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

৬. গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

গাজায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে নিজেদের ক্ষমতা পুনর্দখলের ইঙ্গিত দিয়েছে হামাস যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী সরে গেলেও মঙ্গলবারও সহিংসতা ও অস্থিরতা থামেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গতকাল রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাজা সিটির একটি জনসমাগমস্থলে ৭ ব্যক্তিকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে পিছন থেকে গুলি করে হত্যা করছে হামাসের সশস্ত্র যোদ্ধারা। হামাসের এক সূত্র ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। সংগঠনটির দাবি, নিহতরা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল।

৭. ব্রাজিলকে প্রথমবার হারিয়ে জাপানের ইতিহাস

আগের ১৩ বারের দেখায় ব্রাজিলকে কখনও হারাতে পারেনি জাপান। ১৪ বারের চেষ্টায় ঘরের মাঠে মঙ্গলবার সেই অসাধ্য সাধনই করেছে তারা। টোকিওতে এক প্রীতি ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের জন্ম দিয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে। এটাই ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয়।

অথচ শুরুর অর্ধে ব্রাজিল দাপট দেখিয়েছে। লুইজ হেনরিক ও গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলের সুবাদে চার দিন আগে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারানো দলটি সহজেই এগিয়ে যায়।

৮. রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

এশিয়ান কাপ বাছাইপর্বের কঠিন সমীকরণে টিকে থাকার লড়াইয়ে আজ হামজা-জামালদের জন্য জয় পাওয়া জরুরি ছিল। তবে সেটি আর এলো না। যদিও হংকংয়ের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা—রাকিব হোসেনের দারুণ গোলে ১-১ সমতা এনে হংকংয়ের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরেছে লাল-সবুজের দল।

তবে এই এক পয়েন্ট এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার দৌড়ে বাংলাদেশকে রাখতে পারবে না বলেই মনে হচ্ছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  উল্লেখযোগ্য সংবাদ   শিরোনাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী
নেত্রকোণা-৩ আসনে আলোচনায় রোটারিয়ান নাজমুল
স্বর্ণের ঊর্ধ্বগতি থামছেই না, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার টাকায়
চিরিরবন্দরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের ধান ক্ষেত
বুধবার ১২টার মধ্যে প্রজ্ঞাপন না হলে শাহবাগ ব্লকেড

সর্বাধিক পঠিত

ইলিশ রক্ষার অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য
নিজ উদ্যোগে সড়ক সংস্কার কররেন ছাত্রদল নেতা
লালপুরে সরকারি রাস্তার মাটি কাটায় জরিমানা
মদনের কাইটাইল ইউনিয়নে বিএনপির পরিচিতি ও নির্বাচনী প্রস্তুতি সভা
ইউজিসির সদস্য মনোনীত হওয়ায় সুবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close