ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে শহরের জনতা ব্যাংকের মোড়ে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য সংগ্রাম এবং আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব।
সমাবেশে বক্তারা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় ঢাকার শ্রমজীবী মেহনতি মানুষের মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।
কেকে/ এমএ