এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার ‘ডু অর ডাই’ ম্যাচে সন্ধ্যায় শক্তিশালী হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে সমতায় ফিরলেও ম্যাচ হেরেছে শেষ মিনিটের গোলে। হতাশা কাটিয়ে আজ বাংলাদেশ মোকাবিলা করবে স্বাগতিক হংকংয়ের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই টাক স্পোর্টস পার্কে মোকাবেলা করবে এ দুই দল।
ম্যাচটি যেমন প্রতিশোধের, একই সঙ্গে মূলপর্বের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ হামজা-জামালদের সামনে। তবে হংকংয়ের সবচেয়ে বড় সুবিধা ঘরের মাঠ। প্রায় ৫০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশকে আবারও হারাতে প্রস্তুত দেশটি। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে শীর্ষে হংকং। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে তারা। অন্যদিকে, তিন ম্যাচে দুই হারে তলানিতে বাংলাদেশ।
মূলপর্বের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য পথ খোলা নেই। হামজা-জামাল-শমিতরা সেই চেষ্টাই করবেন, তা বলার অপেক্ষা রাখে না। অনুশীলনে নিবিড় অনুশীলনে মনোযোগী লাল-সবুজের প্রতিনিধিরা।
আগের ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। বিশেষত, শমিত সোমকে শুরুর একাদশে না রাখায় রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন কাবরেরা। বাংলাদেশ কোচ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন। পাশাপাশি শুনিয়েছেন আশার বাণী।
কাবরেরা বলেন, ‘আসলে ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে শমিত দলের সঙ্গে যোগ দিয়েছিল। তবে সে ভালো অনুভব করছিল, প্রায় ৪০-৪৫ মিনিট খেলেছে। আশা করি, ফিরতি লেগের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে। এখন ভালো করছে, আগের তুলনায় অনুশীলনে সে অনেক বেশি ভালো করছে।’
একাদশে যারাই থাকুন, প্রত্যাশা একটাই—জয়। বাছাইপর্বে এখনও জয় অধরা বাংলাদেশের। হংকংয়ের কাই টাক স্পোর্টস পার্কে সেই ডেডলক ভাঙার প্রত্যয় গোটা দেশের।
কেকে/ এমএস