পুয়ের্তো রিকোর বিপক্ষে শুরু থেকেই দাপটে ছিল কাতালানরা। গোল বন্যা ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। তবে জোড়া অ্যাসিস্টে তারকা ফরোয়ার্ড গড়েছেন অনন্য রেকর্ড, যেখানে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
মায়ামির চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৬-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে জোড়া গোল করেছেন অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার। শেষ দিকে বদলি নেমে জোড়া গোল করেছেন লাউতারো মার্তিনেস। একটি করেছেন গনসালো মন্তিয়েল। অন্যটি আত্মঘাতি।
ম্যাচের ২৩তম মিনিটে ডি বক্সে উঁচু ক্রন দেন মেসি। তা থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার মন্তিয়েল। আর্জেন্টিনার হয়ে মেসির এটি ৫৯তম অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলে এটিই অ্যাসিস্টের নয়া রেকর্ড। এতদিন রেকর্ডটি যৌথভাবে ছিল নেইমার ও মেসির।
৮৪তম মিনিটে মার্তিনেসের করা ম্যাচের শেষ গোলটিতেও সহায়তা করে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যান মেসি। তার ব্যাকহিল পাস পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মার্তিনেস।
সব মিলিয়ে ফুটবল ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট হলো ৩৯৮টি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারশ অ্যাসিস্টের মাইলফলক থেকে নিঃশ্বাস দূরত্বে রেকর্ড আটবারের বর্ষসেরা।
আর্জেন্টিনার হয়ে গোলসংখ্যায় এদিন হার্নান ক্রেসপোকে স্পর্শ করেন মার্তিনেস। দুজনেরই গোল এখন ৩৫টি করে।
৬৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় আর্জেন্টিনা, এর ১১টি ছিল লক্ষ্যে। অন্য দিকে পুয়ের্তো রিকোর পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ্যে। সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। সব মিলিয়ে আর্জেন্টিনার ৪০টি ম্যাচে গোলপোস্ট অখ্যত রাখলেন তিনি।
ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে না খেলা অধিনায়ক মেসি এবার খেলেছেন পুরো ম্যাচ। নিজে জালের দেখা না পেলেও আত্মঘাতী ছাড়া বাকি পাঁচ গোলে ছিল তার প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান।
ম্যাচের ১৪তম মিনিটে মেসির শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে ডি বক্সে ম্যাক অ্যালিস্টারকে বাড়ান নিকোলাস গনসালেস। অ্যালিস্টারের ভলি হেডে জালে পাঠিয়ে প্রথম গোল উদযাপন করে আর্জেন্টিনা।
৩৬তম মিনিটে ডি বক্স থেকে ঠাণ্ডা মাথায় ব্যবধান ৩-০ করে দেন ম্যাক অ্যালিস্টার। বিরতির আগে আর গোল মেলেনি।
৬৪তম মিনিটে নিজেদের জালে বল পাঠান পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়া। আর ৭৯তম মিনিটে নিকোলাসের পাসে নিজের প্রথম গোলটি করেন মার্তিনেস।
এবারের আন্তর্জাতিক বিরতিতে আগের ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। নভেম্বরে দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। একটিতে প্রতিপক্ষ অ্যাঙ্গোলা, অন্যটির সম্ভাব্য ভেন্যু ভারত, তবে প্রতিপক্ষ এখনও নির্ধারন হয়নি।
কেকে/এআর