চাকসুর নবনির্বাচিত ভিপিকে বাগাতিপাড়া প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম

ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
ইব্রাহীম হোসেন রনি বাগাতিপাড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম।
এ সময় চবি শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ সদস্য ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে চবিরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তার নেতৃত্বে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে।’
মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বাগাতিপাড়ার সন্তান হিসেবে চাকসুর মতো ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্বে নির্বাচিত হওয়া পুরো উপজেলার জন্য গর্বের বিষয়।’
তারা ইব্রাহীম হোসেন রনির আগামীর পথচলায় সাফল্য ও সুস্থ নেতৃত্বের ধারাবাহিকতা কামনা করেন।
কেকে/ এমএ