জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা বালিজুড়ী-তেঘরিয়া বাজার সড়কে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
উপজেলার অন্যতম ব্যস্ত এই সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে চলাচলের সময় প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ত এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হত।
জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের কাজ হাতে নেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তরফদার ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন।
স্থানীয়রা জানান, নেতৃবৃন্দের এই উদ্যোগে সড়কটি অনেকাংশে চলাচলের উপযোগী হয়েছে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মোখলেছুর রহমান বলেন, “এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের কষ্ট লাঘবের মানবিক প্রয়াস। সরকারের নজর না পড়লেও আমরা চেষ্টা করছি এলাকাবাসীর চলাচলে সামান্য স্বস্তি ফিরিয়ে আনতে।”
স্থানীয়দের মতে, বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কেকে/এমএ