গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৩টি কলেজের মধ্যে ১২টিতে শিক্ষার্থী পাস করলেও একটিতে কেউ পাস করতে পারেনি।। উপজেলার চরদুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজে শূন্য পাসের বিপরীতে বর্ণমালা কলেজ পেয়েছে সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৫ শতাংশ পাস ও ২১টি জিপিএ-৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা যায়, বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
চরদুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বর্ণমালা কলেজ সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৫ শতাংশ পাসের হার ও ২১ জন জিপিএ-৫ অর্জন করে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে।
উপজেলার অন্য কলেজগুলোর মধ্যে কাপাসিয়া সেন্ট্রাল কলেজের পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ, এমএ মজিদ সায়েন্স কলেজ ৬৩ দশমিক ৮৬ শতাংশ, তারাগঞ্জ এইচএন উচ্চ বিদ্যালয় ৫২ দশমিক ১৭ শতাংশ, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ ৪০ দশমিক ২৪ শতাংশ ও কাপাসিয়া ডিগ্রি কলেজে ৩৯ দশমিক ৯৪ শতাংশ।
সার্বিকভাবে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি কলেজের ফলাফল আশানুরূপ না হলেও বর্ণমালা কলেজের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার বলেন, “আমি ছুটিতে আছি। বিষয়টি আমার জানা নেই।”
কেকে/ এমএ