শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০      নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার      জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপিসহ পাঁচ দল      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা      জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন      কিছু রাজনৈতিক দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে      
দেশজুড়ে
তিস্তা ইস্যুতে উত্তাল উত্তরাঞ্চল, বিএনপিকে সারজিসের ধন্যবাদ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। এই আন্দোলনের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। তিনি তাঁর পোস্টে এই মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নও চেয়েছেন।

‘জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচটি জেলায়— লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা— একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির প্রধান সমন্বয়ক ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে লাখো মানুষের সমাগম হয়। এতে জেলা বিএনপির পক্ষ থেকে সারজিস আলমের ধন্যবাদ জানানোর বিষয়টিকে স্বাগত জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম তার পোস্টে স্পষ্ট বার্তা দিয়েছেন, দলমত নির্বিশেষে এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের বাস্তবায়ন দরকার। সারজিস আলম তার পোস্টে বলেন, “তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। বিএনপিকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য।”

আন্দোলন সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সরকারকে নভেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন শুরু করার অনুরোধ জানান।

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের তিন মাস আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হোক।” যদি সময়মতো কাজ শুরু না হয়, তাহলে তিনি রংপুরের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল এবং স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন।

দুলু জোর দিয়ে বলেন, “তিস্তা শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির প্রাণ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সরকারের ধীরগতির কারণে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবে, তারা জাতীয় শত্রুতে পরিণত হবেন।”

দুলু তিস্তা সমস্যাকে ‘জাতীয় সমস্যা’ হিসেবে উল্লেখ করে বলেন, “দীর্ঘ ষোল বছর এক ধরনের ফ্যাসিবাদী শাসন রংপুরের মানুষের বুকের ভিতরে জগদ্দল পাথরের মত বসিয়ে দিয়েছে, তবুও আমাদের কান্না থামেনি।”

তিনি সতর্ক করে দেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে এই অঞ্চলের মানুষ খাদ্যের জন্য রাজধানী অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এখন উত্তরাঞ্চলের মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন।

উল্লেখ্য, প্রবাহিত ১৩০ কিলোমিটার দৈর্ঘ্যের তিস্তা নদী রক্ষায় গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলনে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার লক্ষাধিক মানুষ ভাঙন ও চর উত্থানের শিকার হয়ে উদ্বিগ্ন। মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের স্লোগান ছিল—“জাগো বাহে তিস্তা বাঁচই, তিস্তার ন্যায্য হিস্যা চাই।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  তিস্তা ইস্যু   উত্তাল উত্তরাঞ্চল   বিএনপি   সারজিস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হ্যাকাররা হ্যাক করে ব্যাংক থেকে নিয়ে গেছে সাড়ে ৯ লাখ টাকা
তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০
নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার
কাপাসিয়ায় বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরীর গণসংযোগ

সর্বাধিক পঠিত

দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন
তিস্তার ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই : রায়হান সিরাজী
গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তের হামলা
জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close