রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী বলেছেন, “নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চাই। প্রতি বছর তিস্তার ভাঙনে এলাকার মানুষ ঘরবাড়ি হারাচ্ছে, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। আমরা আর সাময়িক সমাধান চাই না। আমাদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক। জনগণের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নরসিং তালপট্টি এলাকায় তিস্তা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রায়হান সিরাজীর নেতৃত্বে থাকা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রোকনউজ্জামান, মর্ণেয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রেজাউল করিম, জামায়াত নেতা মো. সাহেব আলী প্রমুখ।
স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, “নদীভাঙনে আমাদের ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এ ভয়াবহ পরিস্থিতির দ্রুত সমাধান জরুরি। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই— যেন এই এলাকায় স্থায়ী ও টেকসই সমাধানের ব্যবস্থা করা হয়।”
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
তারা বলেন, ‘নদীভাঙনের মতো দীর্ঘমেয়াদি সমস্যার জন্য পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই।’
কেকে/ এমএ