বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে “সবার জন্য স্বাস্থ্য” ও “সার্বজনীন চিকিৎসা” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বারদী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিক।
অনুষ্ঠানে অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ওষুধ ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন মুজাহিদ মল্লিক।
বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুবেল নিলয়, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আমলামিন মিয়া, সোনারগাঁও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন।
আল মুজাহিদ মল্লিক বলেন, “দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগণের পাশে আছে। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহযোগিতা কর্মসূচি কোনো দান নয়, এটি আমার জনগণের প্রতি দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই একটি কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি। বিএনপি ক্ষমতায় গেলে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা’ বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে চিকিৎসার আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতায় বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে। আমি সোনারগাঁয়ের মানুষের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
দিনব্যাপী ক্যাম্পে শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। অসহায় পরিবারের হাতে নগদ আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয়।
কেকে/ এমএ