চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হতে বটতলী স্টেশন পর্যন্ত র্যালি ও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল।
কর্মসূচিতে বক্তারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটিকে একটি গুরুত্বপূর্ণ সড়ক বলা যায়। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত দেশের ৬৪ জেলার মানুষ যাতায়াত করেন। অথচ এ সড়কটিই দেশের সবচেয়ে অবহেলিত। সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে না— এমন একটি দিনও নাই।’
‘দেশের অন্যতম পর্যটন জেলা কক্সবাজারে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে হলে এই মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। সরকার দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো মহাসড়ক ছয় লেনে রূপান্তরের প্রকল্প বাস্তবায়ন করুক।’
বক্তারা বলেন বলেন, ‘এই সড়ক দক্ষিণ চট্টগ্রামের শিল্প, বাণিজ্য ও পর্যটনের প্রাণকেন্দ্র। তাই, এর উন্নয়ন শুধু এক এলাকার নয়, বরং সারাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জড়িত।’
বক্তারা মহাসড়কের উন্নয়নকাজে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কেকে/এমএ