আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসাবে মতবিনিময় সভা করেছেন খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী তৌহিদুল ইসলাম তুহিন।
শুক্রবার (অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ নতুন বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পথচারী ও দোকানিদের মাঝে ‘দেয়াল ঘড়ি’ মার্কার লিফলেট বিতরণ করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও প্রার্থী তৌহিদুল ইসলাম তুহিন।
এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ সালাউদ্দিন, জেলা সেক্রেটারি মুফতি আবু বকর বিন আইয়ুব এবং কেন্দ্রীয় যুব মজলিসের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/বি