শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০      নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার      জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপিসহ পাঁচ দল      
দেশজুড়ে
সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:২২ এএম আপডেট: ১৮.১০.২০২৫ ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশ শেষে পরিষ্কার-পরিছন্নতা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ অক্টোবার) রাতে জীবননগর পৌর শহরের মুক্ত মঞ্চের সমাবেশস্হলে পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিছন্নতা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য ও জীবননগর উপজেলা ছাত্রদল নেতা তৌফিকুজ্জামান শ্রাবণের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করে জানায়, রাজনৈতিক সমাবেশে ময়লার স্তূপ তৈরী হয় কিন্তু কখনো ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখি নাই। সমাবেশ শেষে মুক্ত মঞ্চ পরিষ্কার পরিছন্নতা করে তারা সামাজিক দায়িত্ববোধের এক অন্যন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ দেখানো এমন পদক্ষেপ তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।

তৌফিকুজ্জামান শ্রাবণ বলেন, দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিতে চাই।

জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সমাবেশস্হল পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাব্বির হোসেন (রিংকু), পৌর ছাত্রদল নেতা নাইম শেখ, শান্ত গাজী, জাহিদ খান, আলা সাফি, মাহিম রহমান, আবিরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

উল্লেখ্য, শুক্রবার বিকালে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপি সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক
নিঝুমদ্বীপ সী-বিচ থেকে বালু উত্তোলন
ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
মধুপুরে বিএনপি নেতার নওমুসলিমকে ঘর উপহার
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

সর্বাধিক পঠিত

দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন
তিস্তার ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই : রায়হান সিরাজী
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবি
হিটলার-পাকিস্তানি বাহিনীও এত অত্যাচার করেনি : হাফিজ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close