গাজীপুরের টঙ্গীতে জাভান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় লাইভ চলাকালে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আল আমিনকে আহত করে লাইভ বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাভান আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে।
পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনী অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করে হোটেল সিলগালাও করেছে। কিন্তু অদৃশ্য কারণে এক দিনের জন্যও বন্ধ থাকেনি এই হোটেল। গতকাল শুক্রবার গভীর রাতে জিএমপির ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম টঙ্গী পূর্ব থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই হোটেলে অভিযান চালায়। চলমান অভিযানের খবর সরাসরি সম্প্রচার করা হয়। লাইভ চলাকালে কতিপয় ব্যক্তি কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আল আমিনের ওপর হামলা চালিয়ে লাইভ বন্ধ করে দেয়। পরে আল আমিনের সহকর্মীরা তাকে উদ্ধার করে।
আল আমিন বলেন, লাইভ চলাকালে আমার ওপর হামলা হলে লাইভের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সন্ত্রাসীরা আমাকে আহত করে হোটেলের ভেতরে নেওয়ার চেষ্টা করে।
এ সময় অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যাই।
আল আমিন আরো বলেন, এ ঘটনার সময় টঙ্গী পূর্ব থানার একটি গাড়ি ঘটনাস্থলে একটু থামিয়ে আবার চলে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তদন্ত চলছে। কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
কেকে/এআর