শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০      
দেশজুড়ে
ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ৫ বছর অপরজন সাড়ে তিন বছর। তারা দুজনে সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। ইয়াসিনের বাবার নাম সুমন আর রাহিমের বাবার নাম শাকিল।

মামার বাড়িতে বেড়াতে এসেছিল রাহিম আর ইয়াসিনের বাবা মা একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় একটি ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে রাহিম ও ইয়াছিন একসঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক ১০টার দিকে প্রতিবেশীর একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকের ভেতরে শিশু দুটির সন্ধান মেলে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে সেপটিক ট্যাংক থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ওই খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকালে দুজনে একসাথে ভাত খেয়ে খেলতে বের হয়। সন্ধ্যা নেমে এলেও দুজনে যখন আর বাড়ি ফিরে আসেনি তখন থেকেই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও যখন ওদের পাওয়া যায়নি তখন রাস্তার পাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সকলেই নিশ্চিত হন যে তারা বাড়ি থেকে খুব দূরে যায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ইয়াসিনের নানা বলেন, নাতি পুলিশ হতে চেয়েছিল, বাবার আয় খুব কম বলে নানা একটি সমিতিতে টাকা জমা রাখতেন নাতির পড়াশুনার জন্য এ কথা বলেই নানা কান্নায় ভেঙে পড়েন।

ইয়াসিনের মা জানান, ছেলে ভাত খেয়ে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। সে প্রতিদিন বিকালে ঘুমায়। আজ সে এমন ঘুম ঘুমালো তাকে আর জাগানো যাচ্ছে না। ছেলেকে কোথায় পাবে এমন প্রশ্নে পুরো এলাকা যেন শোকের ছায়ায় অন্ধকার।

রাহিমের মা জানায়, মামার বাড়িতে বেড়াতে এসেছিল রাহিম। আজ রাতের গাড়িতে তারা চলে যাবে বাড়ি কিন্তু সে যাওয়া যে ওপারে চলে যাওয়া হবে তা কি কেউ জানতো। ছেলেকে হারিয়ে দিশেহারা রাহিমের মা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত
জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২
গঙ্গাচড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

সর্বাধিক পঠিত

দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবি
সোনারগাঁয়ে বিএনপি নেতা মুজাহিদের মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহযোগিতা
দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close