ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল ব্যাপক শোডাউন ও গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাসরোড এলাকায় এ গণসংযোগ করেন। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে প্রচারণা চালান। জিনজিরা, গকুলচর, নজরগঞ্জ ও মান্দাইল এলাকায় গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
রেজাউল কবীর পল বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরো বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফেরানোর জন্য। শহিদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের পাশে আছি এবং থাকবো ইন-শাআল্লাহ।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও তরুণ ভোটাররা পলের সঙ্গে যোগ দেন। এলাকাবাসী বলেন, তার এই কর্মসূচি কেরানীগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
কেকে/এআর