নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. নজমুল ইসলাম কবিরাজের বিরুদ্ধে আপন ভাইয়ের মেয়েদের বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ ওঠেছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আফিয়াতুন নাওশিন নামের ভুক্তভোগী নারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফিয়াতুন নাওশিন জানান, মো. নজমুল ইসলাম কবিরাজ তার পিতা ইত্তেহাদুল ইসলাম কবিরাজের ভাই। তাদের পরিবারের একমাত্র সম্পত্তি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়ীয়া মৌজার আরএস খতিয়ান নম্বর ২৮২, দাগ নম্বর ৫১৬, ৫১৭ ও ৫১৮-তে অবস্থিত তিনতলা বসতবাড়ি ও ফাঁকা জমি। এসব সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে তার চাচা নজমুল ইসলাম কবিরাজ আফিয়াতুনসহ তার দুই বোন ও বাবা-মাকে আসামি করে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৮টি মিথ্যা মামলা, থানায় একাধিক অভিযোগ ও জিডি করেন। যার মধ্যে ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে, ১টি মামলা চলমান রয়েছে।
তিনি আরও জানান, নজমুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ ইউনিটের সদস্য এবং সরকারি সহকারী আইন কর্মকর্তা (এপিপি)। ভুক্তভোগী পরিবার যাতে আইনের সুবিধা না পায়, সে জন্য নজমুল ইসলাম তার দলীয় প্রভাব ও সরকারি পদবী ব্যবহার করে মামলায় আসাসির পক্ষে কোন আইনজীবীকে দাঁড়াতে দেন না। আসামির পক্ষের আইনজীবীকে নানাভাবে হেনস্থা করার নজির রয়েছে।
কেকে/ এমএ