বিদেশ পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মোহাম্মদ রাসেল, ইটনা (কিশোরগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:৩৬ পিএম

ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয় গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রুমান মিয়া (২৭) নিহত হন। হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আব্দুল করিম (৫৭)-কে বিদেশ পালানোর সময় ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এছাড়াও এই মামলার ৭ নম্বর আসামি মাসুক মিয়া (৪০)-কে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল।
রোববার (১২ অক্টোবর) জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় রুমান মিয়া। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে প্রধান আসামি আব্দুল করিমসহ ৭০ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কেকে/এআর