নীলফামারীর ডোমারে মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টা থেকে ডোমার ধীরাজ স্মৃতি পাঠাগার চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আবু ফাত্তাহ্ কামাল পাখির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৈনিক যুগের আলোর প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আনিছুর রহমান মানিক, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আবরার হোসেন আলভি, দৈনিক সংবাদের প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ।
সাংবাদিকরা জানান, সম্প্রতি মাদক কারবারীদের দৌরাত্ব বেড়েছে এলাকায়। এর বিরুদ্ধে যুগের আলোর প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল কথা বলায় তাকে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম হুমকি প্রদান করেন।
সমাবেশের সভাপতি মো. আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন, ‘আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা মাদক কারবারীদের প্রতি সহানুভুতিশীল ওসির বিরুদ্ধে। ডোমারকে যেকোন মূল্যে আমরা মাদকমুক্ত রাখব’।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘এর আগেও তারা আমার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন। আজকে আট থেকে ১০ জন সাংবাদিক মিলে কলমবিরতি পালন করেছেন। সেখানে মূল প্রেসক্লাবের কেউ ছিলেন না’।
কেকে/ আরআই