তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বান্দরবান পৌরসভায় বসবাসরত গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের সেবা গ্রহণে উৎসাহিত করেন এবং সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
চিকিৎসা সেবার মধ্যে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ওষুধ প্রদানভ। পাশাপাশি চোখের ছানি ও বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয় বান্দরবান পৌরসভার অর্থায়ন ও সার্বিক সহযোগিতায়।
এদিকে, বান্দরবান পৌরসভার এমন মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা. নুরুল ইসলাম ফাহিম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুণ কান্তি বড়ুয়া, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও ৯টি ওয়ার্ডের রোগী ও পৌরবাসীরা।
কেকে/ আরআই