ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন অপরাধের দায়ে সাত জুয়াড়িসহ মোট ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারতৃদের মধ্যে সাতজন চিহ্নিত জুয়াড়ি, ২ জন মাদক কারবারি ও ১ জন চুরির সাথে সম্পৃক্ত।
গ্রেফতারকৃতরা হল আকানগর বড়বাড়ির মৃত সিদ্দিক সাবের ছেলে ছয় মামলার আসামি মাদক ব্যবসায়ী শেখ সাব (৫০), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হাসেমের ছেলে ৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী মো. সেলিম ওরফে গঙ্গা সেলিম (৫৫), সদর ইউনিয়নের মৃত রহিম মিয়ার ছেলে চুরিসহ চার মামলার আসামি মো. রবিন, বাঞ্ছারামপুর উপজেলার চরছয়ানী গ্রামের জুয়াড়ি মনির হোসেন, বারেক সরকার, মো. মোজাম্মেল হক, রফিক মিয়া, নুরুল আমিন, মো. জহিরুল ও মো. হারুন মিয়া।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান চলবে।”
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কেকে/ এমএ