শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আজকের আলোচিত পাঁচ সংবাদ      ইনিয়ে-বিনিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, শিগগিরই তারা নির্বাচন চায় না : সালাউদ্দিন আহমদ       আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর      শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      
দেশজুড়ে
মানবিক সোনারগাঁও গড়তে চাই : ড. ইকবাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:৫২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, ইনসাফ ও মানবিকতা হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। আল কুরআনের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা চাই, সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জের জনগণ এই পরিবর্তনের অগ্রযাত্রায় অংশীদার হোক। আগামী সংসদে আমরা চাই— এই আসন থেকে ইসলামী আদর্শে বিশ্বাসী একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলার প্রধান গেট থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এই সমাজে ধনী-গরিব, প্রভাবশালী ও সাধারণ মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়বিচার— এই চারটি মৌলিক ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে। আমরা একটি মানবিক সোনারগাঁও গড়তে চাই, যেখানে কোনো মা-বাবা সন্তানকে না খাইয়ে ঘুমাতে পাঠাবে না, কোনো অসহায় মানুষ চিকিৎসা না পেয়ে কষ্টে থাকবে না, কোনো শিক্ষার্থী অর্থের অভাবে স্বপ্ন হারাবে না।”

ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জনগণের কাছে পিআর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, “এই পাঁচ দফা দাবির মূল লক্ষ্যই হলো জনগণের অধিকার নিশ্চিত করা এবং একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা চাই, জনগণের ভোট ও মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে জনগণের ভোটই আমাদের সবচেয়ে বড় শক্তি। দাঁড়িপাল্লায় ভোট মানে ইনসাফ, ন্যায় ও উন্নত ভবিষ্যতের পক্ষে ভোট।”

তিনি আরও বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, কোনো প্রভু হিসেবে নয়। আপনাদের একটি ভোট আমাদের জন্য শুধু নির্বাচনী বিজয় নয়— এটি হবে ন্যায়ের পক্ষে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, মানবিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়তে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিন।”

ড. ইকবাল ভূঁইয়া জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমরা এমন এক সোনারগাঁও গড়তে চাই যেখানে ইনসাফ ও মানবিকতার আলোয় প্রতিটি মানুষ বাঁচতে পারে, হাসতে পারে, স্বপ্ন দেখতে পারে। আপনারা পাশে থাকলে সেই দিন আর দূরে নয়।”

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খাইরুল আলম, শাহজালাল মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   জামায়াত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক সমাবেশ
দৌলতপুরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি শরীফ উদ্দিন জুয়েলের
আজকের আলোচিত পাঁচ সংবাদ
রিশাদের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ
ডিআইইউ ক্যান্টিনে প্রক্টরিয়াল টিমের অভিযান

সর্বাধিক পঠিত

চুরাইকৃত মোটরসাইকেলসহ দুই চোর ধরা ভালুকায়
ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত ও স্মার্ট হিসেবে গড়ে তুলব : ফজলে বারী
নিটার হোস্টেলে সাপের উপদ্রব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
উখিয়ায় এলজি ও গুলিসহ গ্রেফতার ১
আট দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close