নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এতে ভুক্তভোগীর পরিবার আতঙ্কে রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. হোসেন আলী।
অভিযোগ অনুযায়ী, গোবিন্দপুর গ্রামের মৃত হাসমত আলীর পুত্র মো. হোসেন আলীর পৈতৃক জমি দখলের চেষ্টা করে তার ভাই সুরুজ মিয়া এবং ভাতিজা মুকবুল হোসেন ও জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা বারবার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
গত ২৩ আগস্ট ওই জমিতে দা, কুড়াল, চাপাতি, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা টিনের ঘর তোলার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাধা দিতে গেলে হোসেন আলী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ওই জমি চরগোবিন্দপুর মৌজার আরএস দাগ নম্বর ৬৯৭ এবং মোট ২৭ শতাংশ নাল জমি। এটি তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন ভুক্তভোগী হোসেন আলী।
তিনি বলেন, ‘আমাদের পৈতৃক জমি জবরদখলের চেষ্টা চলছে। আমরা আতঙ্কে আছি। নিরাপত্তা চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, এ বিরোধ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সম্প্রতি ঘটনাটি উত্তপ্ত আকার নিয়েছে।
তারা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ