শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর      শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      
দেশজুড়ে
সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, পরিবারে আতঙ্ক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এতে ভুক্তভোগীর পরিবার আতঙ্কে রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. হোসেন আলী।

অভিযোগ অনুযায়ী, গোবিন্দপুর গ্রামের মৃত হাসমত আলীর পুত্র মো. হোসেন আলীর পৈতৃক জমি দখলের চেষ্টা করে তার ভাই সুরুজ মিয়া এবং ভাতিজা মুকবুল হোসেন ও জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা বারবার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

গত ২৩ আগস্ট ওই জমিতে দা, কুড়াল, চাপাতি, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা টিনের ঘর তোলার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাধা দিতে গেলে হোসেন আলী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ওই জমি চরগোবিন্দপুর মৌজার আরএস দাগ নম্বর ৬৯৭ এবং মোট ২৭ শতাংশ নাল জমি। এটি তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন ভুক্তভোগী হোসেন আলী। 

তিনি বলেন, ‘আমাদের পৈতৃক জমি জবরদখলের চেষ্টা চলছে। আমরা আতঙ্কে আছি। নিরাপত্তা চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, এ বিরোধ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সম্প্রতি ঘটনাটি উত্তপ্ত আকার নিয়েছে। 

তারা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   সম্পত্তি দখল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তুলসী পাতার আশ্চর্য গুণে সারবে নানা রোগ
ইলিশ রক্ষা অভিযানে যমুনায় ৯১ হাজার মিটার জাল জব্দ
বিয়ে না করেই শিক্ষার্থীর সাথে সংসার, গঙ্গাচড়ায় শিক্ষক আটক
৫ বছর পর জবিতে পানির ট্যাংক পরিষ্কার কার্যক্রম
বাংলায় আগত পরিব্রাজকরা

সর্বাধিক পঠিত

মানবিক সোনারগাঁও গড়তে চাই : ড. ইকবাল
বাঞ্ছারামপুরে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০
দত্তপাড়ার সাতানি জমিদার বাড়ি—অদেখা বাংলার এক অনন্য নিদর্শন
সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, পরিবারে আতঙ্ক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close