বিয়ে না করেই শিক্ষার্থীর সাথে সংসার, গঙ্গাচড়ায় শিক্ষক আটক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম

আব্দুল কাদের
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কিশোরী শিক্ষার্থীকে (১৮) বিয়ে না করেই দুই বছর ধরে স্ত্রীর ন্যায় সংসার করার অভিযোগে শিক্ষক আব্দুল কাদেরকে (৫৫) আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুঠিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আব্দুল কাদের পাইকান কুঠি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শুক্রবার (১৭ অক্টোবর) আব্দুল কাদেরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন ওই শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা আবু হানিফ সরকার।
অভিযোগে বলা হয়, বিগত দুই বছর ধরে ১৬ বছরের ওই কিশোরিকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর ন্যায় সংসার করছিলেন আব্দুল কাদের। বর্তমানে বয়স ১৮ বছর পূর্ণ হলে বিয়ে রেজিস্ট্রি করতে চাপ দেন ওই কিশোরী। এতে টালবাহনা করতে থাকেন আব্দুল কাদের। উপরন্ত কিশোরীকে আব্দুল কাদের নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করত। রেজিস্ট্রি বিয়ের দাবিতে মেয়েপক্ষ গ্রামে সালিশ ডাকলে আব্দুল কাদের জোর করে মেয়েটিকে বাড়িতে আটকে রাখেন এবং ভুক্তভোগীর বাবাকে প্রাণনাশের হুমকি দেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।’
কেকে/এমএ