শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০      নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার      জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপিসহ পাঁচ দল      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা      
দেশজুড়ে
১৪ শিক্ষকের ২০ শিক্ষার্থী, এইচএসসিতে সবাই ফেল
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​শিক্ষক ১৪ জন আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী মাত্র ২০ জন। এই বিপুল সংখ্যক শিক্ষকের বিপরীতে এমন স্বল্প সংখ্যক শিক্ষার্থী থাকা সত্ত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় একটিও পাসের মুখ দেখেনি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান— বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ এবং মনোয়ারা জামান কৃষি কলেজ। এই দুই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি, যা পুরো উপজেলায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

​শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের ১২ জন পরীক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। অপরদিকে, মনোয়ারা জামান কৃষি কলেজ থেকে ৮ জন শিক্ষার্থীর জন্য ৪ জন শিক্ষক পাঠদান করালেও সেখানেও পাস করেনি একজনও।

ফল বিপর্যয়ের এমন ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকরা। সুমাইয়া নামের এক শিক্ষার্থীর অভিভাবক মো. করিম মিয়াসহ একাধিক অভিভাবক আক্ষেপ করে বলেন, "ছেলে-মেয়েরা ঠিকমতো লেখাপড়া করে না, এটা যেমন ঠিক, তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের চরম অবহেলা আর দ্বায়িত্বহীনতার কারণেই এমন লজ্জাজনক ফলাফল বিপর্যয় ঘটেছে।"

​স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেছেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর দুটি কলেজের অধ্যক্ষের নামে মামলা হওয়ায় এবং কলেজগুলোর ঠিকমতো খোঁজ-খবর না নেওয়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার মান তলানিতে এসে ঠেকেছে।

​যদিও বিগত বছরের তুলনায় এ বছর সারাদেশেই এইচএসসি পরীক্ষার ফলাফলে কিছুটা ধস নেমেছে, তবুও এমন শূন্য ফলাফল মেনে নিতে পারছেন না কেউই।

​এ বিষয়ে জানতে চাইলে বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান মিলন বলেন, "শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া না করলে তো এ সমস্যা হবেই। তাছাড়া আমরা নতুন শুরু করেছি, প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। উচ্চ মাধ্যমিকের জন্য যে শিক্ষকরা আছেন, তারা চেষ্টার কোনো ত্রুটিই রাখেননি। তবে ভবিষ্যতে যেন এমনটি না হয়, সে বিষয়ে আমরা চেষ্টা করবো।"

​তবে মনোয়ারা জামান কৃষি কলেজের অধ্যক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের ইতিহাসের প্রফেসর লিপু রায় বলেন, "আমরা সর্বাত্মক চেষ্টা করলেও শিক্ষার্থীরা ঠিকমতো কলেজে না আসা এবং ঠিকমতো লেখাপড়া না করায় এমন ফল বিপর্যয় ঘটেছে।"

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) কাজী শফিউল আলম এই ফলাফলকে "অত্যন্ত দুঃখজনক" উল্লেখ করে বলেন, "দুটি প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীর কেউই পাশ করেনি, এটা অবশ্যই কষ্টের। তবে খোঁজ-খবর নিয়ে দেখতে হবে কেন এমন রেজাল্ট হলো।"

​এই ফলাফল মাগুরার শিক্ষা মহলে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এমন বিপর্যয়ের পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকরা।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিঝুমদ্বীপ সী-বিচ থেকে বালু উত্তোলন
ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
মধুপুরে বিএনপি নেতার নওমুসলিমকে ঘর উপহার
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান
এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

সর্বাধিক পঠিত

দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন
তিস্তার ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই : রায়হান সিরাজী
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবি
হিটলার-পাকিস্তানি বাহিনীও এত অত্যাচার করেনি : হাফিজ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close