নোয়াখালী হাতিয়ার নিঝুমদ্বীপের সী-বিচ এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক ২ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা করেছে প্রশাসন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে হাতিয়া থানায় মামলা করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
মামলায় প্রধান আসামি নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আনোয়ার হোসেন। অপরজন সাবেক ইউপি সদস্য ও একই কমিটির সহ সভাপতি সাহেদ উদ্দিন। এছাড়া অন্যান্য আসামিরা বিনএপির রাজনীতির সাথে জড়িত।
জানাযায়, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সী-বিচ থেকে বালু উত্তোলন করে আসছে একটি গ্রুপ। তারা সরাসরি ড্রেজার মিশিন বসিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে এই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তাদেরকে বাধা দিলেও তারা তা উপেক্ষা করে অনৈতিক এই কাজটি করে আসছে।
প্রশাসনের পক্ষ থেকে অভিযানে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মিশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে নিয়ে আসা হয়। এই ঘটনায় প্রশাসন জড়িতদের বিরুদ্ধে মামলা করে ।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্ঠা করা হয়েছে। যা কঠিন ভাবে প্রতিহত করা হয়েছে। নিঝুমদ্বীপ পর্যটন এলাকা। সেখানে বীচ থেকে বালু উত্তোলন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।
কেকে/বি