বরগুনার বামনায় এইচএসসি ২০২৫ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে ইয়াছিন আরাফাত নামে এক শিক্ষার্থী।
ঘটনার বিবরণে জানা যায়, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুরা গ্রামের আবুল হোসেন ফরাজীর ছেলে মো. ইয়াছিন আরাফাত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যা করেছে।
আরাফাত কীটনাশক পানের পর প্রথমে বামনা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
বরিশালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। আরাফাত ২ ভাই ও ২ বোনের মধ্যে সে সবার ছোট ছিলো।
আরাফাত আমুয়া শহিদ রাজা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
কেকে/বি