‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে পৌঁছে দিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাঁধের মাথা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।
এ সময় মোখলেছুর রহমান মোখলেস বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছে, তা জনগণের মুক্তির দলিল। এ কর্মসূচির মাধ্যমে আমরা সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।
কেকে/ এমএ