ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধু ওমর হাসানকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল আমিন নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে।
গ্রেফতার হওয়া খাইরুল আমিন ওই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা ও চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈশব থেকেই ওমর ও খাইরুল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সম্প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এর জের ধরেই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের ছিদ কেটে ওমরের ঘরে প্রবেশ করে। এ সময় সে ধারালো দা দিয়ে ওমরের ঘাড় ও হাতে উপর্যুপরি কোপ দেয় এবং পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার করা সম্ভব হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/ আরআই