শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,
১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন      কিছু রাজনৈতিক দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র      জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান      সবার ইশতেহার সমন্বয় করে কাজ করবো : রাকসু ভিপি      অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়      ‘মরে যাব, বাড়ি ফিরব না’      
জাতীয়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ১২:৫৯ পিএম

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের জন্য ভিড় জমিয়েছেন জুলাই যোদ্ধারা। গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। প্রবেশ করতে না পেরে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান করছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে ১২ নম্বর গেটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদে আমাদের গুরুত্ব দেওয়া হয়নি। আমরা এত ত্যাগের মাধ্যমে দেশটাকে নতুন করে স্বাধীন করলাম অথচ আমাদের কোনো মূল্যায়নই নেই। আমাদের আইনগত সুরক্ষা নিশ্চিত করেই এই সনদ সই করতে হবে।

আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, সনদের ৫ ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লেখছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে। আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে। এসব জায়গায় পরিবর্তন চাই।

তিনি আরও বলেন, আমরা কমিশনকে তাদের আপত্তির কথা জানিয়েছি। কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।

এই জুলাই যোদ্ধা আরও বলেন, অনুষ্ঠানস্থলে আমাদের এত জোরাজুরি করে ঢুকতে হবে কেন। আমাদের কি ইনভাইট করা উচিত ছিল না? ড. ইউনূস কি আমাদের রক্তের ওপরে না? তিনি বিভিন্ন জায়গা থেকে ইনভাইট করতে পারে, সে ১৫/২০ হাজার চেয়ার দিতে পারতো না?'

এসময় তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ   জুলাই যোদ্ধা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কালীগঞ্জ থানায় প্রীতিভোজ
এক দফার হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ ফার্মাসিস্ট তৈরির বিকল্প নেই
খেলাধুলার কোন বিকল্প নেই -বুরহান উদ্দিন খান সৈকত
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন

সর্বাধিক পঠিত

কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ১১.৫৪ শতাংশ
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার দলে কোনো ঠাঁই থাকবে না
ভিপি শিবিরের মোস্তাকুর, জিএস আম্মার
খেলাধুলার কোন বিকল্প নেই -বুরহান উদ্দিন খান সৈকত
নোয়াখালী বিভাগের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর প্রবাসীর চিঠি

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close