ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত বলেছেন, উন্নত সমাজ এবং জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। একদিকে খেলাধুলা শারীরিক বিকাশে ভূমিকা রাখে অপরদিকে মানসিক ও নৈতিকতা বিকাশেও সহায়তা করে।
শুক্রবার (১৭ অক্টোবর ) সকালে একান্ত সাক্ষাৎকারে বুরহান উদ্দিন খান এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা মানুষের দেহ-মনকে সতেজ করে। পড়ালেখার পাশাপাশি স্কুল কলেজের সব শিক্ষার্থীদের খেলাধুলা করা উচিত। এবং তরুণদের মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে খেলাধুলার ভুমিকা অপরিসীম।
খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শিক্ষার একটি অংশ। খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে, কারণ ক্রীড়া শুধু বিনোদনই নয়, ক্রীড়া জগতে রয়েছে উন্নত জীবনের হাতছানি ও বিশাল ক্যারিয়ার গড়ার অপরিসীম সুযোগ। বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়া জগতকে ঢেলে সাজিয়ে, তরুন ক্রীড়াবিদদের উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের দেশের বিভিন্ন এলাকায় অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে, এদেরকে খুঁজে বের করতে হবে সুযোগ করে দিতে হবে।
কেকে/বি