শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,
১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান      সবার ইশতেহার সমন্বয় করে কাজ করবো : রাকসু ভিপি      অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়      ‘মরে যাব, বাড়ি ফিরব না’      জুলাই সনদ সাক্ষর আজ      ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর      হাসিনার ফাঁসির আবেদন      
দেশজুড়ে
আলফাডাঙ্গায় খন্দকার নাসিরুল ইসলাম
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার দলে কোনো ঠাঁই থাকবে না
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আলফাডাঙ্গা উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার দলে কোনো ঠাঁই থাকবে না। 

তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাকে কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমি ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে প্রচারণা চালাচ্ছি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি (একাংশ) এ মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি আশা করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা পর্যায়ে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করতে হবে। গ্রামীণ পর্যায়ের নেতৃত্বকে সক্রিয় করেই আগামী নির্বাচনে বিএনপি বিজয়ের পথে এগিয়ে যাবে।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, আজম খান, তানভীর আহমেদ রুবেল, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের হাসিবুল হাসান হাসিব। 

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান
সবার ইশতেহার সমন্বয় করে কাজ করবো : রাকসু ভিপি
চায়না জালের ফাঁদে আত্রাইয়ের নদ-নদী
অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়
কোয়ান্টাম কসমো কলেজের শতভাগ সাফল্য

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে এইচএসসির ফল বিপর্যয়, ইংরেজি ও আইসিটিতে বেশি ফেল
স্বাস্থ্য কর্মকর্তা মাঈনুল ইসলামের অস্বাভাবিক সম্পদ অনুসন্ধানে দুদক
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
দুই হাত না থাকা শিশু হুমায়রার স্বপ্ন ডাক্তার হওয়া
নাইক্ষ্যংছড়িতে এক লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close