চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
খবর পেয়ে আনসার-ভিডিপির ১০০ (একশত) জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তারা পানির সরবরাহ ও সরঞ্জাম পরিবহনে সহায়তা করেন।
এছাড়া, ফায়ার সার্ভিস ও কারখানার কর্মীদের সহযোগিতায় আনসার সদস্যরা আটকা পড়া শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি আনসার সদস্যরা কারখানার আশপাশে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার কাজেও নিয়োজিত ছিলেন। আগুনের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে; আনসার সদস্যদের শৃঙ্খলা রক্ষার ভূমিকা উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে সহায়তা করে।
কেকে/ আরআই