শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর      শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      
জাতীয়
আজকের আলোচিত সাত খবর
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আজ শুক্রবার, ১৭ অক্টোবর-২০২৫। এ দিনে বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১. ‘জুলাই সনদ’ পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষরের দিনটি শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাস রুমে আলোচনা হবে। বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে সেটা সম্ভব কি না। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ড. ইউনূস।

২. অনশন শুরু, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার পরিকল্পনা শিক্ষকদের

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর তারা অনশন শুরু করেন। অনশন কর্মসূচির পাশাপাশি আগামী রবিবার (১৯ অক্টোবর) যমুনা অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা করেছেন শিক্ষকরা। এ জন্য সারা দেশের আরও শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও অনশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

৩. দেশে তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা এ যাবৎকালের যে কোনো অর্থবছরের প্রথম ৩ মাসের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আদায়। শুক্রবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

৪. বেশিরভাগ সবজির দাম চড়া

দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজার। এ সপ্তাহে কয়েকটি সবজির দাম কিছুটা কমছে। তবে অধিকাংশ সবজির দাম এখনো চড়া। গত সপ্তাহের চেয়ে ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। এ ছাড়া মাছ-মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

৫. শান্তিরক্ষা মিশন থেকে ফিরবে আরও ১৩১৩ বাংলাদেশি

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে চলমান অর্থ সংকট মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশি শান্তিরক্ষীদের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ সদরদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নয় মাসের মধ্যে বিভিন্ন মিশন থেকে সামরিক বাহিনীর মোট এক হাজার ৩১৩ সদস্যকে প্রত্যাহার করা হবে। যারা সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে নানা দেশ বা অঞ্চলে নিয়োজিত আছেন। এর আগে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ১৮০ সদস্যের এ কন্টিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে এ কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্ব-নারী পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল।

৬. লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে এবং ৭ জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা করেছে।

৭. ২৫ অক্টোবর নুসরাত স্মরণে ঢাকায় কাওয়ালি কনসার্ট

উপমহাদেশের অন্যতম সংগীতশিল্পী তথা কাওয়াল কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী ছিল ১৩ অক্টোবর। দিনটিকে সঙ্গে রেখে ২৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এক কাওয়ালি ও সুফি কনসার্ট। ‘শাম-ই-নুসরাত’ নামের এই আয়োজনটি করছে যৌথভাবে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার- দ্য সুফি ব্যান্ড। আয়োজকদের অন্যতম রাকিব এইচ হৃদয় জানান, ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে- এ বিশেষ কাওয়ালি কনসার্ট।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  আজকের   আলোচিত   খবর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁয় চাচার বিরুদ্ধে বসতবাড়ি ও জমি জবরদখলের অভিযোগ ভাতিজির
আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর
সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, পরিবারে আতঙ্ক
দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

সর্বাধিক পঠিত

১৪ শিক্ষকের ২০ শিক্ষার্থী, এইচএসসিতে সবাই ফেল
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর নিয়োগ পরীক্ষা স্থগিত
খবর সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
নাইক্ষ্যংছড়িতে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বিদেশ পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close