নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবারের আলিম পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার অর্জন করেছে কলতাপাড়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাশ করেছে মাত্র ৩ জন। পাসের হার মাত্র ১১.৫৪ শতাংশ। এ ছাড়া কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকে বলছেন, এই ফলাফল মাদ্রাসার জন্য বড় ধরনের সতর্কবার্তা।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল বলেন,“আমরা এই ফলাফল নিয়ে গভীরভাবে চিন্তিত। কোথায় ঘাটতি হয়েছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অতিরিক্ত ক্লাস ও বিশেষ কোচিংয়ের মাধ্যমে আগামী বছর ভালো ফলাফল নিশ্চিত করার চেষ্টা করব।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “আমি মাদ্রাসায় যাবার কয়েকদিন পরেই আলিম পরীক্ষা শুরু হয়েছে। বাড়ি থেকে ডেকে এনে ফর্ম ফিলাপ করতে দেখেছি। ফলাফল খুবই দু:খজনক, এটি মেনে নেয়া যায় না, যে কোনো অবস্থায় এখান থেকে উঠে আসতে হবে।”
আমির হোসেন নামের একজন অভিভাবক বলেন, “আমরা আমাদের সন্তানদের ভালো ভবিষ্যতের আশায় মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু এমন ফলাফলে আমরা খুবই হতাশ। শিক্ষকরা যদি আরও একটু মনোযোগী হতেন, তাহলে এমন পরিস্থিতি হতো না।”
সালমা আফরোজ নামের আরেকজন অভিভাবক বলেন, “পুরো মাদ্রাসায় মাত্র ৩ জন পাশ করেছে এটা লজ্জাজনক। শিক্ষকদের পাশাপাশি আমাদের অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। আমরা চাই আগামী বছর যেন এমন ফল আর না হয়।”
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেগুলোর ওপর বিশেষ নজরদারি বাড়ানো হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানে ঘাটতি, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও নিয়মিত মূল্যায়নের অভাবই এই খারাপ ফলাফলের অন্যতম কারণ। তারা দ্রুত শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কেকে/ আরআই