শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,
১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা      জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন      কিছু রাজনৈতিক দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র      জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান      সবার ইশতেহার সমন্বয় করে কাজ করবো : রাকসু ভিপি      অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়      
দেশজুড়ে
কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ১১.৫৪ শতাংশ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবারের আলিম পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার অর্জন করেছে কলতাপাড়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাশ করেছে মাত্র ৩ জন। পাসের হার মাত্র ১১.৫৪ শতাংশ। এ ছাড়া কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকে বলছেন, এই ফলাফল মাদ্রাসার জন্য বড় ধরনের সতর্কবার্তা।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল বলেন,“আমরা এই ফলাফল নিয়ে গভীরভাবে চিন্তিত। কোথায় ঘাটতি হয়েছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অতিরিক্ত ক্লাস ও বিশেষ কোচিংয়ের মাধ্যমে আগামী বছর ভালো ফলাফল নিশ্চিত করার চেষ্টা করব।”

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “আমি মাদ্রাসায় যাবার কয়েকদিন পরেই আলিম পরীক্ষা শুরু হয়েছে। বাড়ি থেকে ডেকে এনে ফর্ম ফিলাপ করতে দেখেছি। ফলাফল খুবই দু:খজনক, এটি মেনে নেয়া যায় না, যে কোনো অবস্থায় এখান থেকে উঠে আসতে হবে।”

আমির হোসেন নামের একজন অভিভাবক বলেন, “আমরা আমাদের সন্তানদের ভালো ভবিষ্যতের আশায় মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু এমন ফলাফলে আমরা খুবই হতাশ। শিক্ষকরা যদি আরও একটু মনোযোগী হতেন, তাহলে এমন পরিস্থিতি হতো না।”

সালমা আফরোজ নামের আরেকজন অভিভাবক বলেন, “পুরো মাদ্রাসায় মাত্র ৩ জন পাশ করেছে এটা লজ্জাজনক। শিক্ষকদের পাশাপাশি আমাদের অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। আমরা চাই আগামী বছর যেন এমন ফল আর না হয়।”

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেগুলোর ওপর বিশেষ নজরদারি বাড়ানো হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানে ঘাটতি, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও নিয়মিত মূল্যায়নের অভাবই এই খারাপ ফলাফলের অন্যতম কারণ। তারা দ্রুত শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  এসএসসি   মাদ্রাসা   পাসের হার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মিরসরাইয়ে স্বামী লাথিতে প্রাণ গেল স্ত্রীর
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
ভোলার বেতুয়া লঞ্চ টার্মিনাল চালু হলে সুবিধা পাবে ৬ লক্ষাধিক মানুষ
জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
টমেটো ১২০, শিম ২২০, মরিচ ২০০—নিত্যপণ্যের বাজারে আগুন

সর্বাধিক পঠিত

খেলাধুলার কোন বিকল্প নেই -বুরহান উদ্দিন খান সৈকত
কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ১১.৫৪ শতাংশ
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার দলে কোনো ঠাঁই থাকবে না
২১ বছরে সর্বনিম্ন পাস
জোড়া হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close