মিরসরাইয়ে স্বামীর লাথিতে প্রাণ গেল স্ত্রীর
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৪:৫৬ পিএম

মো. আলমগীর হোসেন
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় স্বামীর লাথিতে স্ত্রী রিনা আক্তারের (২৮) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার উপজেলার মঘাদিয়ার মিয়াপাড়ায় একটি ভাড়া বাসায় এ মার্মান্তিক ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. আলমগীর হোসেন (৩৪) পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত রিনা আক্তার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা এলাকার মো. আবু তাহেরের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিনা আক্তার ও আলমগীর হোসেন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের খাইসী গার্মেন্টসে চাকরি করতেন। তারা দীর্ঘদিন মঘাদিয়ার মিয়াপাড়ার হুমায়ুনের বাসায় ভাড়া থাকতেন। বাকবিতণ্ডায় জড়ালে আলমগীর হোসেন লাথি দিলে রিনা মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামীকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
কেকে/ এমএ