বিগত আ.লীগ শাসন আমলকে অন্ধ্যকার সময় আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেছেন, আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় ১৫ বছর ফ্যাসিস্ট শাসন আমলের পরে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁয়ে হরিপুর স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, অর্ন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এক হয়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে। আমরা গণতন্ত্রকে আরও মসৃন করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ হরিপুর উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ।
কেকে/ আরআই