“ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিন কিভাবে শিক্ষার্থীদের কলেজ মুখী করা যায় এবং ক্লাসে নিয়মিত রাখা যায়।” ছাত্রদলের প্রতি মাসুদ রানা বাবুর আহ্বান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কলেজে নিয়মিত উপস্থিত হওয়া এবং শিক্ষার প্রতি মনোযোগী হওয়া না হলে শিক্ষাজীবনের সঠিক গতি পাবেন না। আমরা আশা করি, ছাত্রদল ও কলেজ কর্তৃপক্ষ মিলে এই সমস্যার দ্রুত সমাধান করবে।”
সাবেক ছাত্রনেতা মাসুদ রানা বাবু শিক্ষার্থীদের কলেজ মুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে উপস্থিত নয়। অধিকাংশ শিক্ষার্থী টিকটক, রিলস ও অন্যান্য সামাজিক মাধ্যমের মধ্যে ব্যস্ত থাকায় শিক্ষার প্রতি মনোযোগ কম। কলেজ ড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যাচ্ছে।”
তিনি বলেন, “৫ তারিখ পরবর্তী সময়ে ছাত্রদলের উদ্যোগে কলেজে যে ইতিবাচক কর্মকাণ্ড শুরু হয়েছে, তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচনা করা যায়। এটি অব্যাহত থাকবে।”
মাসুদ রানা বাবু ছাত্রদলের কিছু কার্যক্রম তুলে ধরেন:
১.কলেজে বিশৃঙ্খলা রোধে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
২.পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত অভিভাবকদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে।
৩.শিক্ষার্থীরা পরীক্ষার সময় সময়মতো কলেজে উপস্থিত হতে পারে তা নিশ্চিত করতে চৌরাস্তার দুই পাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।
৪.ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কলেজে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
৫.নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুলের মাধ্যমে স্বাগত জানানো হবে।
৬.ছাত্রদল অনেক শিক্ষার্থীর ভর্তি ফি জোগাড় করে কলেজে ভর্তি নিশ্চিত করছে।
৭.কলেজ আওয়ারে কলেজ ড্রেস পরিধানে সচেতনতার জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নোটিশ জারি করা হয়েছে।
৮.মোবাইল ব্যবহার সীমাবদ্ধ করতে শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য সোনারগাঁও সরকারি কলেজ ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এইচএসসি ২০২৫ সালের ফলাফল হতাশাজনক হওয়ায় শিক্ষাজগতে উদ্বেগ দেখা দিয়েছে। ফলাফলের বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ও অভিভাবক মহলে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
কেকে/বি