শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০      
প্রিয় ক্যাম্পাস
৩৫ বছর পর রাকসুতে নতুন নেতৃত্ব
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৮:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মোট ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই জয়লাভ করেছে এই জোট। তবে সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক— এই তিনটি গুরুত্বপূর্ণ পদ হাতছাড়া হয়েছে তাদের।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট গণনা শেষে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়।

শীর্ষ পদে যারা নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্র ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট। সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তিনি ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দী শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজাকে পরাজিত করেন। ফাহিম পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এসএম সালমান সাব্বির। তিনি ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষাকে পরাজিত করেন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন। অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তোফায়েল আহমেদ তোফা।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত অন্যরা হলেন সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব ও মুজাহিদুল ইসলাম সায়েম।

এছাড়াও, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ইমরান লস্কর, সহকারী পদে নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ ও সহকারী পদে মাসুমা ইসলাম মোমো নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের।’

পরাজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে নতুন রাকসু গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মারও শিক্ষার্থীদের জন্যই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই নির্বাচনের মাধ্যমে ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রশিবির সমর্থিত প্যানেল তাদের জয়ের ধারা অব্যাহত রাখল।

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  রাকসু   রাজশাহী বিশ্ববিদ্যালয়   নেতৃত্ব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস করল পর্তুগাল
মতলব উত্তরে বিএনপি নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত
জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা

সর্বাধিক পঠিত

দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
সোনারগাঁয়ে বিএনপি নেতা মুজাহিদের মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহযোগিতা
নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার
মাদারগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা
১৪ শিক্ষকের ২০ শিক্ষার্থী, এইচএসসিতে সবাই ফেল

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close