শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর      শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      
স্বাস্থ্য
স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ ফার্মাসিস্ট তৈরির বিকল্প নেই
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:৩০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

‘বিদেশে ওষুধ শিল্পে কাজ করে ৫ শতাংশ ফার্মাসিস্ট এবং হাসপাতাল ও কমিউনিটি ফার্মেসিতে কাজ করে ৯৫ শতাংশ।  কিন্তু বাংলাদেশে সরাসরি স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অবদান রাখার সুযোগ কম। দেশে প্রায় দুই লাখ ওষুধের দোকান আছে। যেগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তরিত করতে হলে চার লাখ ফার্মাসিস্ট প্রয়োজন। এ জন্য সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ ফার্মাসিস্ট তৈরির  বিকল্প নেই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি. ফার্ম কোর্সের অভিস্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) ও শিক্ষার্থী ভর্তি নীতিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে এ সভার আয়োজন করা হয়। 
 
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় কাউন্সিল অভিস্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধি (সদস্য), উপাচার্য ও ফার্মেসি বিভাগের প্রধানরা অংশ নেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘ফার্মেসি কাউন্সিল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে দুইটি মতবিনিময় সভা আয়োজন করেছে। এসব সভা থেকে প্রাপ্ত পরামর্শগুলো পরবর্তী অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটিতে উপস্থাপন করে গৃহীত সিদ্ধান্তগুলো কাউন্সিলের সাধারণ সভায় অনুমোদন করা হয়েছে। সুতরাং, ফার্মেসি শিক্ষা ও পেশার মানোন্নয়নে ফার্মেসি কাউন্সিল সব সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশীজনদের পরামর্শ নিয়ে থাকে।

অনুষ্ঠানের মুখ্য আলোচক কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী দক্ষ ফার্মাসিস্ট তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ল্যাব স্থাপন এবং শিক্ষক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন আহমেদ বলেন, ‘ফার্মেসি শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য ফার্মেসি কাউন্সিল সিলেবাস প্রণয়ন, ল্যাবরেটরির স্ট্যান্ডার্ড নির্ধারণ, আসন সংখ্যা নির্ধারণ, বিশ্ববিদ্যালয়গুলোতে পরিদর্শন কার্যক্রম চলমান রাখার মাধ্যমে চমকপ্রদ কাজ করে চলছে।’

এ জন্য তিনি কাউন্সিলকে ধন্যবাদ জানান।

কাউন্সিলের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ হাসান বলেন, ‘ফার্মেসি শিক্ষার একটি সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড বজায় রাখা দরকার। এ জন্য সর্বজনীন ফার্মেসি সিলেবাস প্রণয়ন করার জন্য অধ্যাপক ড. মো. আবদুর রশীদের নেতৃত্বে সিলেবাস প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। সিলেবাসের খসড়া তৈরির পর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তা পাঠিয়ে মতামত নেওয়া হবে।’

অনুষ্ঠানের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মতো বিসিএস ফার্মেসি ক্যাডারও চালু করা যেতে পারে।’

‘সরকার ফার্মাসিস্টদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে পদ সৃজন করেছে এবং ভবিষ্যতে আরও বাড়ানো হবে।’

মুক্ত আলোচনার বিষয়বস্তুর প্রেক্ষিতে সাইদুর রহমান বলেন, ‘ফার্মেসি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ফার্মেসি কাউন্সিল একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করতে পারে। অ্যাক্রেডিটেশন বিষয়ক সমস্যা নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, ইউজিসি ও ব্যাক— একত্রে বসে সমস্যা সমাধান করতে পারে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যসেবা   ফার্মাসিস্ট   বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নওগাঁয় চাচার বিরুদ্ধে বসতবাড়ি ও জমি জবরদখলের অভিযোগ ভাতিজির
আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর
সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, পরিবারে আতঙ্ক
দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম
ব্ল্যাকবেরি ফিরছে অ্যান্ড্রয়েড রূপে

সর্বাধিক পঠিত

১৪ শিক্ষকের ২০ শিক্ষার্থী, এইচএসসিতে সবাই ফেল
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর নিয়োগ পরীক্ষা স্থগিত
খবর সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
নাইক্ষ্যংছড়িতে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বিদেশ পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close