বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
স্বাস্থ্য
বেশি পেশি, কম পেটের মেদ—তরুণ থাকে মস্তিষ্ক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেহে পেশির পরিমাণ বেশি ও পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে- বিজ্ঞানীরা নতুন এ তথ্য আবিষ্কার করেছেন। নতুন এক গবেষণায় তথ্যটি উঠে এসেছে।  

আগামী সপ্তাহে রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সভায় এই গবেষণাটি উপস্থাপন করা হবে। এই গবেষণার মূল উপসংহার হল- যাদের পেশি বেশি ও ভিসারাল ফ্যাট-টু-মাসল অনুপাত কম, তাদের মস্তিষ্কের জৈবিক বয়স অপেক্ষাকৃত কম থাকার লক্ষণ দেখা যায়। 

গভীর ভিসারাল ফ্যাট মস্তিষ্কের বার্ধক্যকে ত্বরান্বিত করে বলে মনে হচ্ছে, অন্যদিকে পেশি ভর এই প্রভাব থেকে সুরক্ষা করে। ভিসারাল ফ্যাট বলতে পেটের গভীরে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর চারপাশে সঞ্চিত মেদকে বোঝায়।

এই গবেষণার জ্যেষ্ঠ লেখক সাইরাস রাজি, যিনি সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ম্যালিনক্রোডট ইনস্টিটিউট অব রেডিওলজিতে রেডিওলজি এবং নিউরোলজির সহযোগী অধ্যাপক, তিনি বলেন, ‘যেসব শরীর বেশি স্বাস্থ্যকর—অর্থাৎ বেশি পেশি ভর এবং কম লুকানো পেটের মেদ রয়েছে—তাদের মস্তিষ্কও স্বাস্থ্যকর ও তরুণ থাকার সম্ভাবনা বেশি। উন্নত মস্তিষ্কের স্বাস্থ্য আবার ভবিষ্যতে আলজাইমার্সের মতো মস্তিষ্কের রোগগুলোর ঝুঁকি কমায়।’

এমআরআই-এ মস্তিষ্কের বয়স এবং শরীরের গঠন পরিমাপ :

এমআরআইয়ের মাধ্যমে মস্তিষ্কের কাঠামো দেখে এর জৈবিক বয়স অনুমান করা হয়, যাকে ‘ব্রেন এজ’ বলা হয়। দেহের এমআরআই স্ক্যানের মাধ্যমে পেশি ভর ট্র্যাক করা যায়, যা শারীরিক দুর্বলতা কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য জোরদার করার প্রচেষ্টার একটি নির্দেশক হিসেবে কাজ করে।

কাঠামোগত স্ক্যান থেকে অনুমান করা মস্তিষ্কের বয়স আলজাইমার্স রোগের ঝুঁকির কারণগুলোর ওপরও আলোকপাত করতে পারে, যার মধ্যে পেশি ক্ষয়ও অন্তর্ভুক্ত।

সাইরাস রাজি বলেন, ‘সাধারণত আমরা জানি যে বয়সের সঙ্গে সঙ্গে পেশি ক্ষয় হয় এবং পেটের লুকানো মেদ বাড়ে, কিন্তু এটি দেখায় যে এই স্বাস্থ্য পরিমাপগুলো মস্তিষ্কের বার্ধক্যের সঙ্গেও সম্পর্কিত।’

তিনি যোগ করেন, ‘এটি প্রমাণ করে যে দেদেহ পরিমাপ করা পেশি এবং মেদের পরিমাণ মস্তিষ্কের স্বাস্থ্যের প্রধান নির্দেশক, যা মস্তিষ্কের বার্ধক্য ট্র্যাক করার মাধ্যমে জানা যায়।’

গবেষণার খুঁটিনাটি: ইমেজিং, এআই বিশ্লেষণ এবং অংশগ্রহণকারীদের প্রোফাইল : 

এই গবেষণায় চারটি গবেষণা কেন্দ্রে মোট ১ হাজার ১৬৪ জন সুস্থ প্রাপ্তবয়স্ককে (৫২ শতাংশ নারী) মূল্যায়ন করা হয়। তাদের গড় কালানুক্রমিক বয়স ছিল ৫৫ দশমিক ১৭ বছর। পুরো দেদেহ এমআরআই করে এই মূল্যায়ন করা হয়। 

ইমেজিংয়ের জন্য টিওয়ান-ওয়েটেড এমআরআই সিকোয়েন্স ব্যবহার করা হয়, যা মেদকে উজ্জ্বল এবং তরলকে গাঢ় হিসেবে দেখায়, ফলে পেশি, মেদ ও মস্তিষ্কের টিস্যু পরিষ্কারভাবে এতে দেখা যায়।

একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যালগরিদম মোট স্বাভাবিক পেশি ভলিউম, ভিসারাল ফ্যাট (লুকানো পেটের মেদ), সাবকিউটেনিয়াস ফ্যাট (ত্বকের নিচের মেদ) পরিমাপ করে এবং মস্তিষ্কের বয়স অনুমান করে। 

প্রাপ্ত তথ্যানুযায়ী, যাদের ভিসারাল ফ্যাট-টু-মাসল অনুপাত বেশি ছিল, তাদের মস্তিষ্কের অনুমানকৃত বয়সও বেশি ছিল। তবে, সাবকিউটেনিয়াস ফ্যাট বা ত্বকের নিচের মেদের সঙ্গে মস্তিষ্কের বয়সের কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়নি।

সাইরাস রাজি বলেন, ‘যাদের পেশি বেশি, তাদের মস্তিষ্ক তুলনামূলকভাবে তরুণ দেখায়। আর যাদের পেশির তুলনায় পেটের লুকানো মেদ বেশি, তাদের মস্তিষ্ককে বয়স্ক দেখায়।’

‘ত্বকের ঠিক নিচের মেদ মস্তিষ্কের বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত ছিল না। সংক্ষেপে, বেশি পেশি ও কম ভিসারাল ফ্যাট-টু-মাসল অনুপাত একটি তরুণ মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত।’

সাইরাস রাজি ব্যাখ্যা করেন যে, পেশি তৈরি ও ভিসারাল ফ্যাট কমানোর ওপর মনোযোগ দেওয়া বাস্তবসম্মত এবং কার্যকর লক্ষ্য। 

পুরো শরীরের এমআরআই এবং এআই-ভিত্তিক মস্তিষ্কের বয়স অনুমানগুলো এমন প্রোগ্রামগুলোর জন্য স্পষ্ট মানদণ্ড সরবরাহ করতে পারে, যা ভিসারাল ফ্যাট কমানোর পাশাপাশি পেশি ভর বজায় রাখা বা বাড়ানোর জন্য তৈরি করা হয়।

তিনি উল্লেখ করেন যে, এই ফলাফলগুলো শারীরিক স্বাস্থ্য ও মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ তুলে ধরে। 

সাইরাস রাজি বলেন, ‘এই গবেষণাটি শরীরের গঠনের বায়োমার্কার ও মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে বিদ্যমান বহুল প্রচলিত অনুমানগুলোকে বৈধতা দিয়েছে এবং ভবিষ্যতের বিভিন্ন চিকিৎসার পরীক্ষায় এই বায়োমার্কারগুলোকে অন্তর্ভুক্ত করার ভিত্তি তৈরি করেছে।’

সূত্র : সায়েন্স ডেইলি

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  পেশি   পেটের মেদ   তরুণ   মস্তিষ্ক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close