নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার ধামরাই উপজেলায় পরিবারকল্যাণের কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অবস্থান নিয়েছেন তারা।
ধামরাই উপজেলায় কর্মরত সব পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ও পরিবার কল্যাণ সহকারী এতে অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ‘আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি।’
তারা অভিযোগ করে বলেন, ‘একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।’
পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান মৃদুল বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’
পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ শামসুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা এ কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।’
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, মাসুম আহমেদ, পরিবারকল্যাণ পরিদর্শিকা আফরোজা খানম, পরিবার কল্যাণ সহকারী শাহীন আক্তার প্রমুখ।
কেকে/এমএ