বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫,
৩১ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: গত বছরের তুলনায় অর্ধেকেরও নিচে জিপিএ-৫      ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল      এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩%      ৩৫ বছর পর রাকসু নির্বাচন আজ      সরকারের ভেতর ‘গুপ্তচর’      ১৬ অক্টোবর : নামাজের সময়সূচি দেখে নিন      মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া      
খোলাকাগজ স্পেশাল
সরকারের ভেতর ‘গুপ্তচর’
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৫ এএম আপডেট: ১৬.১০.২০২৫ ৮:৪২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। তিনি দাবি করেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার কল রেকর্ড রয়েছে তার কাছে এবং প্রয়োজনে তা জনসমক্ষে প্রকাশ করবেন তিনি। তার এ বক্তব্যের পর নড়েচড়ে বসেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

তাদের কথা, ডা. তাহের সরকারের অংশ নন। ফলে উপদেষ্টা পরিষদের ভেতরকার কথা তার জানার কথা নয়। উপদেষ্টাদের কল রেকর্ড তার কাছে থাকার কথা নয়। বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি সরকারে অভ্যন্তরে জামায়াতের কোনো গুপ্তচর রয়েছে, যারা উপদেষ্টাদের বক্তব্য রেকর্ড করে জামায়াতের কাছে পৌঁছে দিচ্ছে। তারা এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 

বিশ্লেষকরা আরো বলছেন, জামায়াতের নায়েবে আমির ফ্যাসিস্টের সুরে কথা বলছেন। আওয়ামী লীগ সরকারের সময়, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষের কল রেকর্ড ফাঁস করা হতো। যা ছিল সম্পূর্ণরূপে ব্যক্তির নাগরিক সুরক্ষার পরিপন্থি। বিগত সরকারের মন্ত্রী হাছান মাহমুদ প্রায়শই রাজনৈতিক বিরোধীদের কল রেকর্ড ফাঁসের হুমকি দিতেন। এমনিক খোদ শেখ হাসিনাও সব ফাঁস করে দেওয়ার হুমিক দিতেন। বিশ্লেষকরা বলছেন, সেই ফ্যাসিস্টের হুমকি এখন জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের কণ্ঠে প্রকাশিত হচ্ছে। বিষয়টি শঙ্কার বলে মনে করছেন তারা। 

এ বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান। তিনি ডা. তাহেরের কল রেকর্ড ফাঁসের হুমকির পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন, ‘এই কল রেকর্ড কে করেছে জামায়াতের কেউ?’ তার প্রশ্ন, ‘উপদেষ্টারা কথা বলছেন, তাদের পাশে বসে কেউ রেকর্ড করেছে?’ তিনি আরো বলেন, ‘এটা যদি উপদেষ্টা পরিষদের মিটিংয়ের কল রেকর্ড হয়ে থাকে, তাহলে এটা উপদেষ্টা পরিষদের কোনো সদস্য রেকর্ড করেছেন। তারপর জামায়াতকে দিয়েছেন। আর যদি এটা ফোনে রেকর্ড হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এটা গোয়েন্দা সংস্থার কেউ করেছে এবং যেভাবেই হোক, এটা জনাব তাহেরের কাছে গিয়েছে।’
 
প্রপার আইন ও আদালতের নির্দেশ ছাড়া ফোনে রেকর্ড বা আড়িপাতা যায় না উল্লেখ করে ডা. জাহেদ বলেন, ‘কোনো গোয়েন্দা সংস্থাও যদি রেকর্ড করে, সেটা অপরাধ। মানুষের গোপনীয়তা আইনিভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃত। আর যদি গোয়েন্দা সংস্থা করেও থাকে, সেটা জনাব তাহেরের কাছে গেল কীভাবে। অথবা উপদেষ্টা পরিষদের কেউ যদি তাদের মিটিংয়ের কোনো কথাকে রেকর্ড করে, তাহলে যিনি করেছেন, অত্যন্ত খারাপ উদ্দেশ্যে করেছেন। এবং তা জামায়াতের কাছে হস্তান্তর করেছেন। এই পুরো বিষয়টায় বিভৎস কতগুলো অপরাধের চিহ্ন আছে।’  

এ বিষয়ে ডা. তাহেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন ডা. জাহেদ। তিনি বলেন, ‘জনাব তাহেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সরকারের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি হচ্ছে। তার জন্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

আর যদি এটা ডা. তাহের সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে বলে থাকেন তাহলেও সেটা অপরাধ বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেন, ‘আবার এমনও হতে পারে, এটা জাস্ট একটা রেটরিক (কথার কথা), সরকারকে হুমকি দেওয়ার জন্য, একটু চাপ দেওয়ার জন্য। জামায়াতও তাদের প্রচুর লোকজন প্রশাসনে ঢুকিয়েছেন। নিজেদের লোকে আছে। এমনকি বিএনপিপন্থি বলে পরিচিত, কিন্তু তারা আসলে জামায়াতের লোক। প্রশাসনে তাদের প্রচুর লোকজন আছে, ভিসি, প্রো-ভিসি, দায়িত্বশীল পদে, হেলথের বিভিন্ন পদায়নের ক্ষেত্রে। তারা আরো চান হয়তো। 

অন্যদিকে বিএনপিও চেষ্টা করছে তাদের লোকজন ঢোকাতে। সেই ফাইটটা যাতে না করতে হয়, সেজন্য হয়তো এভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত, মিথ্যা কথা মাধ্যমে।’ ডা. জাহেদ বলেন, ‘তাহলে একজন মানুষ এভাবে মিথ্যা কথা বলছেন। এরচেয়ে খারাপ কিছু হতে পারে না। একটা ফোন রেকর্ডের রেফারেন্স দিচ্ছেন, এটা যদি মিথ্যা হয়, সেটাও খারাপ। অন্যদিকে তার কাছে যদি কলরেকর্ড গিয়ে থাকে, তাহলে তিনিও অপরাধেরই অংশ। যেহেতু আড়ি পাতা অপরাধ। সেটার জন্য শাস্তি তার প্রাপ্য। আর না করে থাকলেও সেটাও গর্হিত অন্যায় হয়েছে।’ 

তিনি বলেন, ‘সরকারকে এ বিষয়টি হালকা করে দেখা ঠিক হবে না। কারণ তিনি (ডা. তাহের) সরকারকে চ্যালেঞ্জ করছেন। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে।’
 
এর আগে গত মঙ্গলবার উপদেষ্টাদের কল রেকর্ড ফাঁস করে দেওয়ার হুমকি দেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ২০ কিলোমিটারজুড়ে আয়োজিত জামায়াতে ইসলামীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ডা. তাহের বলেন, ‘সরকারের চার-পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে একটি বিশেষ নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছেন। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে একটি বিশেষ দলের লোক নিয়োগের চেষ্টা হচ্ছে। কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীলনকশা নির্বাচন করার ষড়যন্ত্র চলছে। এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না।’ 

জামায়াতের এই নেতা বলেন, ‘২০১৪ বা ১৮ সারের মতো পরিকল্পিত নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি এ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজ হুঁশিয়ারি দিতে চাই না। প্রশাসনে যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন।’ 

তিনি বলেন, ‘নিরপেক্ষ সৎ ও যোগ্য লোককে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের কাছে নাম আছে। তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কী বক্তব্য রাখেন, তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না। সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন, তাহলে জনসমক্ষে প্রকাশ করা হবে।’ 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সরকার   গুপ্তচর   জামায়াত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গলাচিপায় দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী
বাহুবলে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল
এবছরও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা
গত বছরের তুলনায় অর্ধেকেরও নিচে জিপিএ-৫

সর্বাধিক পঠিত

এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩%
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ববি হাজ্জাজের আত্মপ্রকাশ
১৫ বছর পর হত্যা মামলার দুই সাজাপ্রাপ্ত গ্রেফতার
সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধের নির্দেশ ইউএনওর
চাকসু নির্বাচন : চারুকলার হোস্টেলের ফল ঘোষণা—ছাত্রদল এগিয়ে

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close