হবিগঞ্জের বাহুবলে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে বুধবার (১৫ অক্টোবর) বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিন শেষে মধ্য বাজারে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, হাফেজ আব্দুল নুর, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা আজিজুর রহমান মানিক, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, মোহাম্মদ আলী দোলন, নবীর হোসেন হৃদয়, লিটন মিয়া, খালিদ মোশাররফ, ফয়ছল আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকসহ গ্যাসফিল্ড কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
কেকে/বি