নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে (৩৮) সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের জামালগঞ্জে অভিযান চালিয়ে সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি টিম।
সাহেব আলী সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর মৃত. গিয়াস উদ্দিনের ছেলে।
সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সন্ত্রাসবিরোধী ও নাশকতা ৩টি, সরকারি কাজে বাধা ৫টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির ২টি মামলা অন্যতম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে র্যাব-১১ আদমজীনগর কার্যালয়ে অভিযানের বিস্তারিত জানায় কমান্ডিং অফিসার লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, সাহেব আলীকে গ্রেফতারের চেষ্টা করলে তার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ফেলে। তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৫টি মামলা রয়েছে।
গত ৩ অক্টোবর সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে গ্রেফতারে র্যাবের অভিযানে হামলা চালিয়ে পালিয়ে যায় সে। পরে ৬ অক্টোবর গাজীপুরের চান্দুরা থেকে তার ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে র্যাব।
কেকে/বি