সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলফু মিয়া আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। হামলার সময় তার ছেলে সাংবাদিকদের মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নেয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহের জন্য সেখানে উপস্থিত ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার ও সাংবাদিক বৃত্তসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার ছেলে সাংবাদিক বৃত্তের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে শারীরিকভাবে আঘাত করে। উপস্থিত সংবাদকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালানো হয়।
অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেননি।
নয়ন সরকার বলেন, ‘আমি আদালতে নিউজ কাভার করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইলটি নিয়ে নেন। ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে।’
এদিকে, ইমজা নিউজের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে সাংবাদিকের ওপর এমন হামলা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়।’
তারা অবিলম্বে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম খোলা কাগজকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ