বরগুনা জেলার বামনা উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজে অবহেলার প্রতিবাদে ও ঠিকাদারী প্রতিষ্ঠান বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা সড়কে বামনা প্রেস ক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন অংশগ্রহণ করেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি সোবাহান খান।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন সাংবাদিকদের বলেন, ‘আমাদের মালিক দুইজনের মধ্য একজন রাজনৈতিক মামলায় জেলে ছিলেন। অন্যজনের মৃত্যু পরবর্তী প্রয়াত মালিকের পক্ষে আমি সুজন ও রিপনের পক্ষে তার স্ত্রী কাজের দায়িত্বে থাকাকালীন অর্থনৈতিক সংকটের কারণে মসজিদ নির্মাণকাজ কিছুটা মন্থর হয়ে পড়ে। দ্রুত মডেল মসজিদের কাজ সম্পন্ন করা হবে।’
বরগুনা জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্যা রবিউল ইসলাম বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানকে মডেল মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সন্তোষজনক না হলে দাপ্তরিক পদক্ষেপ নেওয়া হবে।’
কেকে/এমএ